সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম রোডে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেটের বালাগঞ্জের বাবুল মিয়া, আনহার মিয়া ও রেজাউল করিম। রেজাউল করিম রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, সিলেট-সুলতানপুর-গহরপুর রোডে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাচ্ছিল। অপরদিকে একটি ট্রাক সিলেটের দিকে আসছিল। ট্রাকটি সিলাম বটতলা এলাকায় পৌঁছে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালক, পুরুষ-মহিলা যাত্রী ও এক শিশু গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রাতে আরেকজনের মৃত্যু হয়।