সিসিটিভি ক্যামেরার আওতায় মুন্সীগঞ্জ শহর

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ শহর ও আশপাশের এলাকা পুলিশের সিসিটিভি ক্যামেরার আওতায়। ছবি : এনটিভি

পুলিশের সিসিটিভি ক্যামেরার আওতায় এখন মুন্সীগঞ্জ শহর ও আশপাশের এলাকা। আজ মঙ্গলবার দুপুরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’ উদ্বোধন  করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। 

জেলা শহরে ও আশাপাশের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১২০টি ক্যামেরা।  ২৪ ঘণ্টা এসব ক্যামেরার মাধ্যমে চলছে মনিটরিং।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রক্রিয়া শুরু করেছেন। আমরা অ্যানালক থেকে ডিজিটালের দিকে চলে যাচ্ছি। তেমনই জেলা পুলিশ, থানা পুলিশের কার্যক্রম, ক্রাইম কন্ট্রোল এগুলো আমরা ডিজিটালি করার পক্রিয়ায় অনেকখানি এগিয়েছি। সেটির একটি অংশ আমরা মুন্সীগঞ্জে দেখতে পাচ্ছি। পুরো মুন্সীগঞ্জ শহরকে ডিজিটাল ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এতে  ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ প্রবণতা কমানো, অপরাধী শনাক্তসহ জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।’

মুন্সীগঞ্জে ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’ উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : এনটিভি

ডিআইজি জানান, জেলা শহর ও পাশের পঞ্চসার ইউনিয়নে ১২০টি ক্যামেরা বসানো হয়েছে।  শহরতলীর রাস্তাঘাট, অলিগলি, আদালত প্রাঙ্গণ, যানবাহন স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থান এখন জেলা পুলিশের নজরদারির আওতায়। এতে পৌর এলাকার কয়েক লাখ মানুষের প্রতিদিনে চলাচলে বাড়ল নিরাপত্তা বলয়। দিন রাত ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামরায় এখন চোখ রাখা হবে। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আর পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।