সুনামগঞ্জের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে বন্ধু এক্সপ্রেস। ছবি : এনটিভি

‘মানুষ মানুষের জন্য’ স্লোগান সামনে রেখে সুনামগঞ্জে কম্বল বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্ধু এক্সপ্রেসের সদস্যরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে ১২০ জন বৃদ্ধ নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এ ছাড়া অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহমেদ নূর, গোলাম সাবেরিন সাবু ও চঞ্চল কুমার লৌহ।

এ সময় বন্ধু এক্সপ্রেসের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক দেওয়ান সাজাউর রাজা সুমন, হিরন্ময় রায়, বিপুল চন্দ্র তালুকদার, এজাদুর রহমান শাহীন, তরুণ কান্তি দাস হিমাংশু,  আকিকুর রহমান,  হিমন দাস, নুরুজ্জামান সুজন, প্রদীপ সরকার, মাবিয়া আকবর হাসান, শাকিল আহমদ, ধীমান দাস, বিশ্বজিৎ রায়, তপন কর ও সাজু আহমদ।

এক্সপ্রেসের বন্ধুদের মধ্যে উপস্থিত পরিচালক দেওয়ান সাজাউর রাজা সুমন বলেন, “‘মানুষ মানুষের জন্য’ স্লোগান সামনে রেখে আমরা বন্ধুরা সবাই যার যার অবস্থানে থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। এই শীতে মানুষ খুব কষ্ট করছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। এমন মহতী উদ্যোগে আমাদের সিনিয়রাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। এভাবে যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজের নিকট দরিদ্র মানুষকে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে ঠাণ্ডায় মানুষের কষ্ট কিছুটা কম হবে।”