সুনামগঞ্জের হাওরের কিশোরীরা পেল সেনেটারি ন্যাপকিন
কিশোরীদের ঋতুকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিপি পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে এসব সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ : কানেক্টিং পিপল’-এর উদ্যোগে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় এসব ন্যাপকিন বিতরণ করা হয়। এ কার্যক্রম পরিচালনা করে গ্রামভিত্তিক সমন্বিত উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ডাহুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, অধ্যক্ষ বাবু বিজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহেমদ, ডাহুকের প্রতিষ্ঠাতা রেজা শাওন।
কিশোরী শিক্ষার্থীদের ঋতুকালীন প্রজনন স্বাস্থ্য পরামর্শ ও হেলথ ক্যাম্প পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘কিশোরীদের ঋতুকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়টি এখন গ্রামগঞ্জে ‘ট্যাবু’ হিসেবে দেখা হয়। কিশোরী বা মায়েরা এ নিয়ে কথা বলতে চায় না। এ বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি। পাশাপাশি অল্প দামে সেনেটারি ন্যাপকিন প্রাপ্তির বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে।’
ডাহুকের প্রতিষ্ঠাতা রেজা শাওন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বেশ কম। আমরা সেনেটারি ন্যাপকিন বিতরণ ও হেলথ ক্যাম্প পরিচালনার মধ্য দিয়ে এই সচেতনতা বাড়াতে চাই।’
এ উদ্যোগ সম্পর্কে ‘সংযোগ : কানেক্টিং পিপল’-এর সহপ্রতিষ্ঠাতা শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা পঞ্চগড়, নেত্রকোনা, বরিশাল, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় কিশোরীদের বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন সরবরাহ করছি। আমাদের এ প্রচেষ্টায় সহযোগিতা করেছে এসএমসি। আমরা কিশোরীদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করতে চাই।’
সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় ৭৫০ জন কিশোরীর মধ্যে বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হয়েছে।