সুনামগঞ্জে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি যুবদল-ছাত্রদল
মোদিবিরোধী বিক্ষোভে সারা দেশে হতাহতের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ।
আজ শনিবার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
ওই প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে জানান, স্বাধীনতার ৫০ বছরে আমরা কি দেখলাম? ১৯৭১ সালের এই দিনে ২৫ মার্চ রাতে যখন পাক হানাদার বাহিনী এ দেশের মানুষের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল ঠিক একই কায়দায় আজকে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে সরকারের হানাদার বাহিনী। আমরা বলতে চাই, বাংলাদেশ দেখেছে রক্তাক্ত ৫০ বছর, সুবর্ণজয়ন্তী দেখেনি। বক্তারা সরকারের এমন দমনপীড়নের তীব্র নিন্দা জানাই।