সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
দক্ষিণ সুনামগঞ্জে দরগাপাশা ইউনিয়নে বন্যার পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হোসাইন আহমদ (৪) সে দরগাপাশা ইউনিয়নের সিচনি গ্রামের রজব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার দিকে শিশু হোসাইন বাড়ির সামনের বারান্দায় খেলছিল। এর কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন বাড়ির সামনের ডোবায় তাকে ভেসে থাকা অবস্থায় খুঁজে পায়।
দ্রুত শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির জানান, সন্ধ্যার দিকে দরগাপাশায় একটি শিশু বাড়ির সামনের ডোবাতে পড়ে মারা যায়। পরিবারের লোকজন জেলা প্রশাসকের কাছে আবেদন করে অনুমতির পর শিশুটিকে বাড়ি নিয়ে গিয়ে দাফন করে।