সুনামগঞ্জে শহীদ সিরাজ লেকে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেক থেকে শিক্ষার্থী রাগীব আহমেদ সায়েমের লাশ তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেকের পানিতে ডুবে রাগীব আহমেদ সায়েম (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম রাজধানী ঢাকা মিরপুরের প্রবাসী কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের বন্ধু মেহেদি হাসান শুভ ও আল সাহারিয়ার জানান, তারা গতকাল বুধবার রাতে ১৮ জনকে নিয়ে টাংগুয়ার হাওরে ঘুরে টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প এলাকায় অবস্থান করে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে সবাই লাইফ জ্যাকেট পরে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নদী থেকে তীরে উঠে লাইফ জ্যাকেট খুলে শহীদ সিরাজ লেকের পাড়ে বসেছিল। এ অবস্থায় একটি নৌকা তীরে ভিড়তে গিয়ে রাগীবকে ধাক্কা দিলে তিনি পানিতে পড়ে ডুবে যান। এর প্রায় ১৫ মিনিট পর তাকে পানি থেকে তুলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।