সুনামগঞ্জ পৌরশহরে রাতভর ডাকাত আতঙ্ক
বন্যাকবলিত সুনামগঞ্জ পৌরশহরে রাতভর ডাকাত আতঙ্ক বিরাজ করেছে। গতকাল শনিবার রাত ১২টা থেকে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম দিকে শহরের জামতলা এলাকায় ছাদ থেকে কিছু মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এর কিছুক্ষণ পরই শহরের আরপিননগর, হাছননগর ও নতুনপাড়ার বাসিন্দারাও ডাকাত আতঙ্কে চিৎকার শুরু করে। পরে মসজিদের মাইক থেকে মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়।
এরপর দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জ শহরে পুলিশ মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় শতাধিক পুলিশ সদস্য টহল দেন।
শহরের বড়পাড়া এালাকার বাসিন্দা আবির মিয়া জানান, শহরে হঠাৎ করেই হইচই শুরু হয়। এরপর আতঙ্কের মধ্যে সবাই ছাদে উঠে যায়। এরপর ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে।
একই এলাকার বাসিন্দা মো. সোহাগ বলেন, ‘শহরজুড়ে হইচই শুরু হলে আমরাও বের হই। তবে, নিশ্চিত করে বোঝা যাচ্ছিল না যে, কী ঘটছে। এরপর অনেক পুলিশ সদস্যকে হুইসেল বাজিয়ে টহল দিতে দেখি।’
এদিকে, অনেকেই অভিযোগ করেছেন, শহরের কিছু এলাকায় চুরি হয়েছে। যদিও বিশ্বস্ত কোনো সূত্রে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। অনেকে বলছেন, এসব গুজব।’
টহলরত একাধিক পুলিশ সদস্যের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে কেউ কেউ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা শহরে নিরাপত্তা দিতে বের হয়েছেন।
এদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নেটওয়ার্ক না থাকায় সম্ভব হয়নি।