সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরায় গ্রেপ্তার ২
সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে কীটনাশকের দুইটি বোতল, ব্যবহৃত নৌকা, জাল, বরফ ও ককশিট জব্দ করা হয়।
আজ রোববার সকালে পূর্ব সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই দুজন হচ্ছেন মোংলার জয়মনি এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (২৬) ও একই স্থানের বাসিন্দা ইয়াসিন শেখ (৩২)।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের ওই স্থানে অভিযান চালায় স্মার্ট পেট্রোল টিম। এ সময় কীটনাশক দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুজনকে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুইলশাখালী টহল ফাঁড়ির ইনচার্জ শামসুল আরেফিন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।’