সুন্দরবনের খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

Looks like you've blocked notifications!
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের সামনের শরণখোলা-বগী ভারাণী খাল থেকে উদ্ধারকৃত ডলফিন। ছবি : এনটিভি

সুন্দরবনের খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে বনবিভাগ। আজ শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের সামনের শরণখোলা-বগী ভারাণী খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের (বাগেরহাট) শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, আজ দুপুর আড়াইটার দিকে রেঞ্জ অফিসের অপর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে শরণখোলা-বগী ভারাণী খালে একটি মৃত ডলফিন ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়। শুশুক প্রজাতির এ স্ত্রী ডলফিনটির বয়স প্রায় আড়াই বছর। কমপক্ষে তিন দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। মৃত এ ডলফিনটির শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

সহকারী বন সংরক্ষক জানান, নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেওয়া হয়েছে ডলফিনটি।