সুন্দরবনের জেলে-বাওয়ালিরা পেলেন কম্বল
সুন্দরবনের জেলে ও বাওয়ালিরা পেয়েছেন শীত নিবারণের জন্য কম্বল। আর তাদের এ কম্বল দিয়েছেন সাংবাদিক মহসিন উল হাকিম ও বনবিভাগের ফরেস্টার মো. শাহজাহান।
সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা ফরেস্টার মো. শাহজাহান আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বলেন, ‘যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম ও আমি আমার নিজ উদ্যোগে জেলে-বাওয়ালিদের মধ্যে এ কম্বল বিতরণ করেছি। সপ্তাহখানেক ধরে ঘুরে ঘুরে জেলে-বাওয়ালিদের হাতে তুলে দিয়েছি এ কম্বল। এ কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি বননির্ভর পেশার মানুষগুলো।’
স্টেশন কর্মকর্তা আরও বলেন, ‘জিউধারা এলাকার দরিদ্র জেলে-বাওয়ালি পরিবারগুলো শীতে কষ্ট করে। সুন্দরবন থেকেই তারা জীবিকা নির্বাহ করে। তাই তাদের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক মহসিন উল হাকিম। তাঁর এই উদ্যোগে আমি নিজেও শামিল হয়েছি। অন্তত কিছু দরিদ্র পরিবারের মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি—এটাই আমাদের আত্মতৃপ্তি।’
এই স্টেশন কর্মকর্তা মনে করেন, স্থানীয় অনেকেই আছেন যাঁরা ইচ্ছে করলেই বা সহায়তার হাত বাড়ালেই জিউধারা এলাকার একজন জেলে ও বাওয়ালিও শীতে কষ্ট পাবে না। এমন ধনাঢ্য পরিবারগুলো এগিয়ে আসবে, শীতের কষ্ট লাঘব হবে উপকূলের দরিদ্র জেলে-বাওয়ালি পরিবারগুলোর—এমনটাই প্রত্যাশা তাঁর।