সুপার সাইক্লোন আম্পানের এক বছর পূর্তি আজ

সুপার সাইক্লোন আম্পান আঘাতের এক বছর পূর্তি হলো আজ ২০ মে। ২০২০ সালের এই দিনে প্রবল শক্তি নিয়ে আম্পান আঘাত করেছিল দক্ষিণ উপকূলের সুন্দরবনে। সুন্দরবন লণ্ডভণ্ড করে আম্পান অগ্রসর হয় উপকূলের দিকে। এর ফলে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো ক্ষয়ক্ষতির শিকার হয়।
সকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। দুপুর হতে না হতেই ভারি বৃষ্টি। সন্ধ্যার পরেই সজোরে আঘাত হেনেছিল আম্পান। আম্পানের আঘাতে উপকূলীয় বেড়িবাঁধ লণ্ডভণ্ড হয়ে প্রবলবেগে পানি ঢুকে যায় জনপদগুলোতে। জীবনরক্ষায় জেলা প্রশাসন দুই লাখ ৭৯ হাজার মানুষ ও ২৯ হাজার গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিল। আম্পানের তাণ্ডব শেষে তারা বাড়ি ফিরে যায়।
এদিকে আম্পানের এই আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া এবং শ্যামনগরের বুড়িগোয়ালিনী, গাবুরা ও পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকার বেড়িবাঁধগুলো লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর তা আর স্থায়ীভাবে সংস্কার করা যায়নি। কিছু নতুন বাঁধ দিয়ে সংস্কার করা হলেও এক বছরের ব্যবধানে এসব বাঁধ বারবার ভেঙেছে ও পানি ঢুকে প্লাবিত হয়েছে জনপদ। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসনের চেষ্টা এখনও অব্যাহত আছে। অপরদিকে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের আওতায় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে। এ কাজ এখনও অব্যাহত আছে।