সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে চায় বিএনপি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট বিভাগীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি চায় আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে। আর জাতীয় এই গুরুত্বপূর্ণ কাজে সাংবাদিকরা আমাদের পথ দেখাবেন।
বিএনপি নেতারা আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কোনো দল বা গোষ্ঠীর একার নয়, দেশের সব মানুষ এই উদযাপনের অংশ। বিএনপি সবাইকে নিয়েই বছরব্যাপী গৌরবময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার নপরিকল্পনা হাতে নিয়েছে।
আজ বুধবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে জুমের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনও জুমে যুক্ত থেকে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সচিব শামা ওবায়েদ ও বিএনপির জাতীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন মিডিয়া কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি নুরুল ইসলাম সাজু। মতবিনিয়ম সভায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গবেষণা ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুসন্ধান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি গুরুত্বপূর্ণ কাজ। আর এ দায়িত্ব জাতির বিবেক সাংবাদিকরা রাখতে পারেন বিশেষ ভূমিকা। ইতিহাস গবেষণায় দলভিত্তিক না হয়ে সত্যানুসন্ধানী হওয়ার আহ্বান জানান বিএনপিনেতারা।