‘সুশাসন ছাড়া শুধু উন্নয়ন দিয়ে ভোট পাওয়া যাবে না’

Looks like you've blocked notifications!
শরীয়তপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ছবি : এনটিভি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘সুশাসন না হলে শুধু উন্নয়ন করেই ভোট পাওয়া যাবে না। সুশাসন নিশ্চিত করতে পুলিশকে ভূমিকা রাখতে হবে।’

আজ রোববার শরীয়তপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এনামুল হক শামীম।

উপমন্ত্রী আরো বলেন, ‘পুলিশি পেশার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতন বৃদ্ধি, ঝুঁকি ভাতাসহ আজীবন রেশনিংব্যবস্থা চালু করেছেন। সুবিধা বাড়লে সেবাও বাড়াতে হবে। আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশি সেবা সহজীকরণে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ এখন সন্তুষ্টি নিয়ে কাজ করে।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইকবাল হোসেন অপু এমপি, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রমুখ।

এনামুল হক শামীম বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান বাস্তবায়নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। তাই জঙ্গি ও মাদকমুক্ত দেশ গঠনে পুলিশকে সততার সাথে দায়িত্ব পালন করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।’

শরীয়তপুর জেলায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ১২ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে উপমন্ত্রী ১৫ হাজার করে নগদ অর্থ তুলে দেন।