সেনাবাহিনীও বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে : সেনাপ্রধান

Looks like you've blocked notifications!
যশোর সেনানিবাসে অনুষ্ঠিত সেনাবাহিনীর পাঁচটি ইউনিটকে রেজিমেন্টাল কালার দেওয়ার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি : এনটিভি

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। সেই মতে সেনাবাহিনীও সব দেশের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এজন্য প্রশিক্ষণসহ নানা ধরনের চুক্তি হয় এবং তা দেশের চাহিদার ভিত্তিতেই হয়ে থাকে।’

আজ বুধবার সকালে যশোর সেনানিবাসে অনুষ্ঠিত সেনাবাহিনীর পাঁচটি ইউনিটকে রেজিমেন্টাল কালার দেওয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেনাপ্রধান।

রোহিঙ্গাদের সম্পর্কে জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে রোহিঙ্গারা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তারা কী ধরনের সমস্যা করছে। ভবিষ্যতে তারা কী ধরনের সমস্যা করতে পারে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। তিনি আরো বলেছেন এ সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে।’ 

দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য এ রেজিমেন্টাল কালার দেওয়া হয়ে থাকে।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের শুরুতেই যশোর সেনানিবাসের সিগন্যাল কোরের প্যারেড গ্রাউন্ডে সেনাসদস্যদের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এরপর সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ১ সিগন্যাল ব্যাটালিয়নের হাতে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা তুলে দেন।

অনুষ্ঠানে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসানসহ প্রাক্তন সেনাপ্রধানরা, সেনা কর্মকর্তা ও অসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।