সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ১

Looks like you've blocked notifications!
নড়াইলে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গতকাল শনিবার রাতে ডিবি পুলিশ আক্তার হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করে। ছবি : এনটিভি

নড়াইলে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আক্তার হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

আটককৃত আক্তার নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার জয় মজুমদারকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে আক্তার হোসেন প্রতারণার চেষ্টা করছিলেন। গতকাল শনিবার গভীর রাতে মধুরগাতি এলাকা থেকে আক্তার হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

এ সময় আক্তারের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরির ভুয়া দুটি আবেদন, পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। পাঁচ লাখ টাকার বিনিময়ে আক্তার হোসেন জয় মজুমদারকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।