সেনাবাহিনীর মাধ্যমে কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানে স্লোগানে উত্তাল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ভাঙ্গা বেড়িবাঁধের পাশের এলাকা। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুতুবদিয়ার বিভিন্ন প্রান্তে শত-শত মানুষ প্রখর রোদে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হাজির হন মানববন্ধনে।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেড়িবাঁধ না থাকায় চরম কষ্টে দিনাতিপাত করছে কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ। সরকারের বারবার বরাদ্দ থাকলেও কতিপয় দুর্নীতিবাজ ঠিকাদারের লোকদেখানো কাজ ও গাফিলতির কারণে বর্ষা এলে আবারও পানিবন্দি থাকতে হয়। সঠিক সময়ে ও বরাদ্দের যথাযথ ব্যয় করা হলে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব। কিন্তু, কোনো অদৃশ্য কারণে বারবার দ্বীপবাসী বঞ্চিত হয়ে আসছে টেকসই বেড়িবাঁধ থেকে। এ অদৃশ্য ভূত থেকে দ্বীপবাসীকে রক্ষা করতে হবে। তাই সেনাবাহিনীর মাধ্যমে কুতুবদিয়ায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
জলবায়ু ও পরিবেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান’-এর আয়োজনে ও কুতুবদিয়া নাগরিক পরিষদের সহযোগিতায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে সাধারণ মানুষের পাশাপাশি এনজিও সংস্থা ইপসা, আমরা কুতুবদিয়াবাসী, স্টুডেন্ট ইউনিফিকেশন ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
‘উই ক্যান’-এর সমন্বয়ক ওমর ফারুক জয়ের সভাপতিত্বে সাংবাদিক এহসান আল কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কুতুবদিয়া নাগরিক পরিষদের সভাপতি সরওয়ার আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে লিটন কুতুবী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনসুর রাব্বি, ছলিম উল্লাহ, কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশনের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সচেতন নাগরিকের পক্ষে কামরুল হুদা সোহেল, পরিবর্তন চট্টগ্রামের সহ-দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।