সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক এক শতাংশ : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

দেশে সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক এক শতাংশ ছিল বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘দেশের পণ্য ও সেবার দাম অনেক বেড়েছে। একা সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব’।

অসাধু ব্যবসায়ীরা এ দুরবস্থার সুযোগে নিত্যপণ্য মজুদ করছে বলেও মন্তব্য করেন তিনি। পণ্য সরবরাহের পথে কোনো বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’।