সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজের স্থাপনা যেমন গড়ে উঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয়ও নির্বাহ হচ্ছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালো মানের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে।’

আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছাত্র ছাত্রীদের পৃথক নিবাস উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্নেল মালেক মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের  প্রকল্প পরিচালক ডা. দেলোয়ার হোসেন, ডা. শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মো. ওয়ালি উল্লাহসহ আরও অনেকে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, ‘কিছু দিনের মধ্যে  সারা দেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘সারা দেশে হাসপাতালগুলোতে পাবলিক টয়েলেট নির্মাণ করা হবে। পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।’

এর আগে মন্ত্রী জাহিদ মালেক স্বপন কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও  পৃথক দুটি ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল উদ্বোধন করেন। এতে মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু হলো।