সোনাতলা পৌর নির্বাচনে মেয়র হলেন আ.লীগের বিদ্রোহী নান্নু

Looks like you've blocked notifications!
বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বেসরকারিভাবে নির্বাচিত। ছবি : সংগৃহীত

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১১টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ছয় হাজার ৭৯৬ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাহিদুল বারী খান রব্বানী তিন হাজার ৮২২ ভোট পেয়েছেন। এছাড়া জগ প্রতীকের প্রার্থী সাকিল রেজা বাবলা পেয়েছেন ৯৫৮ ভোট।

পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১ হাজার ৫৭৬ জন। যা শতকরায় ৫৯ দশমিক ৫৩ শতাংশ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ভোটকেন্দ্রে ৭০টি বুথে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোটগ্রহণ চলে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১১৯ ও পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৪০৪ জন। এতে মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন ১১ জন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব টহল টিম ২ প্লাটন, মোবাইল টিম ৫ প্লাটন, স্ট্রাইকিং ফোর্স ১ প্লাটন, স্ট্যান বাই ১ প্লাটন, থানা পুলিশ ৬০ জন, পুলিশ ২২২, আনসার ৮৯ জন। এছাড়া পুলিশের মধ্যেই ২২ জন সাদা পোশাকে নিয়োজিত ছিল।