সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট উল্টে একজনের মৃত্যু, ৩ জন উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/12/cox.jpg)
মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেল। ফাইল ছবি : এনটিভি
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে স্পিডবোট ডুবে একজনের মৃত্যু হয়েছে। অপর তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে চারজন যাত্রী নিয়ে স্পিডবোটটি উল্টে এ ঘটনা ঘটে।
মৃত মাসুদুর রহমান (৩৮) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির ১১ ব্যাটালিয়ন রেশন ঠিকাদার।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার পথে সোনাদিয়া নৌ-চ্যানেলে চারজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। স্থানীয়রা চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করে। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মো. ইয়াসিন নামের একজন চিকিৎসাধীন। মাসুদুর রহমানের মৃতদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।