সংসদ অধিবেশন

সোমবার থেকে কিছু এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!

জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার। এ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজ শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি রোববার রাত ১২টার পর থেকে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা ক্ষতিকারক কোনো দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং, শোভাযাত্রা, বিক্ষোভ সবকিছুই নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া, অধিবেশন চলাকালীন ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের প্রান্ত থেকে গ্রিনরোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর থেকে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। যা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।