সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে লঞ্চ : বিআইডব্লিউটিএ

Looks like you've blocked notifications!
সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ছবি : সংগৃহীত

শিল্পকারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহণের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রী বেশি থাকায় আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

আজ রোববার বিআইডব্লিউটি’র পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‌‘অনেক যাত্রী। সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।’

এর আগে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, যাত্রীদের ব্যাপক চাপ। ফলে নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।