সৌদির সঙ্গে মিল রেখে শুক্রবার থেকে শরীয়তপুরের ২০ গ্রামে রোজা

Looks like you've blocked notifications!

শরীয়তপুরের ২০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র রোজা পালন করবেন। এ উপলক্ষে জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও অনুসারীরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

সুরেশ্বর দরবার শরিফের মোতায়ল্লি শাহ নুরে কামাল জানান, আরবি রীতি অনুযায়ী ৩০ শাবান শেষ হওয়ার পর পবিত্র রোজা পালন করবেন। এটাই নিয়ম। সে মোতাবেক ১০০ বছর ধরে আমরা এই নিয়ম পালন করছি।

এটি মূলত চালু করেন সুরেশ্বর দরবার শরিফের পির জান শরিফ মাওলানা। সেই থেকে আজ পর্যন্ত শরীয়তপুরের ২০টি গ্রামের মুসলিম সম্প্রদায়ের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও মুরিদানরা পবিত্র রোজা এবং দুটি ঈদ পালন করছেন।