সৌদি প্রবাসীসহ দুজন করোনায় আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুজনই পুরুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ জনে। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করা ১৪০ জনের মধ্যে আমরা নতুন করে আরো দুজনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ পেয়েছি। এখন সর্বমোট রোগীর সংখ্যা ৫১। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬০২ জনের।’
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আক্রান্ত নতুন দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তাঁর ডায়াবেটিস আছে।
আরেকজনের বয়স ৫৫ বছর। কোভিড-১৯ ছাড়াও তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। তাঁরা দুজনই ভালো আছেন। তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১৩ জন। ৩৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে জানান মীরজাদী সেব্রিনা।