স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাইল ছবি 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে আসামির অনুপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রোস্তম আলী এ রায় দেন। অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।  

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জহুরুল ইসলাম সরদার জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী। 

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ এপ্রিল জহুরুল সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১৪ এপ্রিল দুজনকে আসামি করে মামলা করেন। জহুরুল গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।