স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক শহিদুল হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিক্ষককে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুন সকালে ফোনের মাধ্যমে প্রধান শিক্ষক শহিদুল হাওলাদার ওই ছাত্রীকে রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র নিয়ে স্কুলে আসতে বলেন। কাগজপত্র নিয়ে স্কুলে গেলে প্রধান শিক্ষক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন। মেয়েটি বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। পরে অভিযুক্ত শিক্ষকের পরিবার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। কিন্তু ভিকটিমের পরিবার তাতে রাজি না হয়ে পাঁচ দিন পর আজ মামলাটি করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমের জবানবন্দী নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।