স্টেশনে তরুণীকে লাঞ্ছনায় কারাগারে যুবক
আধুনিক পোশাক পরাকে কেন্দ্র করে নরসিংদী স্টেশনে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় হেনস্তাকারী ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার সন্ধ্যায় জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাতে সিসিটিভির ফুটেজ দেখে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইসমাইলকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। তবে, তাঁর বিরুদ্ধে হেনস্তার শিকার কেউ অভিযোগ করেননি।
ওসি ফেরদৌস জানান, আজ শনিবার বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। পরে ইসমাইলকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাঁকে ফৌজদারি আইনের ৫৪ ধারায় কারাগারে পাঠান।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহিদী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ভাইরাল হওয়া ভিডিও দেখে হেনস্তার শিকার তরুণীর সঙ্গে থাকা এক তরুণকে শনাক্ত করেছি। তাঁকে ফোন করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ জানাতে বলা হয়েছিল। তবে, তিনি জানিয়েছেন—তাঁরা থানা-পুলিশে জড়াবেন না। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।’
গত বুধবার ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে যান। ট্র্রেন থেকে নেমে তাঁরা স্টেশনে অবস্থান করছিলেন। ওই সময় এক মহিলা তাঁদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন।
একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেসহ ওই মহিলা তরুণী ও যুবককে মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। তাঁরা নিরুপায় হয়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন।
তরুণীকে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। একই সঙ্গে বখাটে ও উচ্ছৃঙ্খল মহিলাকে আটকের দাবি জানানো হয়। এরপর আজ ইসমাইল নামে একজনকে কারাগারে পাঠালেন আদালত।