স্ত্রীর কবরের পাশে শায়িত বিএনপি নেতা আবদুল মান্নান
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে শায়িত করা হয়।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাতে এনটিভি অনলাইনকে বলেন, পাঁচটি জানাজা শেষে আবদুল মান্নানকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ বুধবার আবদুল মান্নানের প্রথম জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সেখানে মরদেহ আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা পুষ্পস্তবক অর্পণ করে আবদুল মান্নানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে আবদুল মান্নানের কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢাকা জেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন পর্বের আগে আবদুল মান্নানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুরে ধানমণ্ডি ঈদগাহ মাঠে, বিকেলে নবাবগঞ্জের রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে এবং সন্ধ্যায় কাঁটাবনের আবদুল মান্নানের আরো চারটি জানাজা অনুষ্ঠিত হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সালে থেকে চারবার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সংসদ নির্বাচিত হন তিনি।