স্ত্রীসহ করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক
বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত শনিবার তাঁরা নমুনা পরীক্ষা করান। এরপর জানতে পারেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনই করোনাভাইরাসে আক্রান্ত। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।
বিটিভির মহাপরিচালক জানান, স্ত্রীসহ বাসায়ই আছেন তাঁরা। এ ছাড়া তাঁদের শারীরিক অবস্থাও ভালো বলে জানান।
এদিকে, হারুন অর রশীদের শরীরে করোনা শনাক্তের পরই তাঁর সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।