স্ত্রীসহ দেশে ফিরতে চান যুবলীগের আনিস, রিট খারিজ
রাজধানীর ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তাঁর স্ত্রী সুমী রহমান বিদেশ থেকে দেশে ফেরত আসতে চান। তাঁরা এসে আদালতে আত্মসমর্পণ করবেন এবং তাদের যেন কোনো হয়রানি করা না হয়- সেই মর্মে আদালতে একটি রিট দায়ের করেন। কিন্তু রিট আবেদনটি উপস্থাপন হয়নি মর্মে আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত ২৭ জানুয়ারি এ সংক্রান্ত রিট করেন আহসান মোর্শেদ নিদল।
আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার মামলা করেন।
একইসঙ্গে কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমী রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকা অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে ২৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার আরেকটি মামলা দায়ের করেন। উভয় মামলা তদন্তাধীন অবস্থায় আছে।
রিট আবেদনে জানানো হয়; মেডিকেল ভিসায় কাজী আনিসুর রহমান গত বছরের ২৪ সেপ্টেম্বর ভারত যান এবং তাঁর স্ত্রী সুমী রহমান কলকাতা অ্যাপোলো হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর ১১ অক্টোবর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁরা দেশে ফিরে আদালত আত্মসমর্পণ করতে চান। কিন্তু তাদের আশঙ্কা, দেশে ফিরলে তারা হয়রানির শিকার হতে পারেন।