স্থানীয় সরকারের ২ শতাধিক প্রতিষ্ঠানের ভোট মঙ্গলবার

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ফাইল ছবি

সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ দুই শতাধিক প্রতিষ্ঠানের নির্বাচন ও উপনির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।  এদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজ সোমবার বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের এবং বিভিন্ন জেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

পরিচালক আরো বলেন, সাতটি জেলা পরিষদ, আটটি উপজেলা পরিষদ এবং ১৭৭টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ১৫টি ইউনিয়ন পরিষদ হলো- রংপুর সদর উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনটিতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুরের মধুখালী উপজেলার দুটিতে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, ভোলার লালমোহন উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটিতে।

এ ছাড়া, ৪১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।