স্নান করতে গিয়ে যমুনায় দুই শিশু নিহত
বগুড়ার সোনাতলা উপজেলায় স্নান করতে গিয়ে দুই শিশু যমুনা নদীতে পড়ে নিহত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার পাকুল্লা ইউনিয়নের যমুনা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই শিশু হলো উপজেলার রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার বাকপ্রতিবন্ধী ছেলে শাকিল (১৪) ও পুটু মোল্লার ছেলে রুহুল আমীন (১২)।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘সন্ধ্যায় পাকুল্লা ইউনিয়নের যমুনা নদীতে দুই শিশুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি নদী থেকে উদ্ধার করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।’
শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শিশু দুটি দুপুরে নদীতে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরেও না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে।
লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ওসি।