স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করতে রাজধানীর ধানমণ্ডিতে তাঁর বাসায় গেছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। বাবুনগরীর সঙ্গে সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন ঊর্ধ্বতন নেতাও ছিলেন।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করেন। হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাদের ঈদুল আজহার আগে মুক্তি চাইতে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বলে জানিয়েছেন হেফাজতের একজন নেতা। এ সাক্ষাতে সারা দেশে গ্রেপ্তার হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মুক্তি এবং কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানানো হবে।
গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংস ঘটনার পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার। সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ প্রায় অর্ধশত নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।