স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

Looks like you've blocked notifications!
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ছবি : সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম তাঁর এ ভাষণ সম্প্রচার করছে।

আগামীকাল শুক্রবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের বাংলাদেশে স্বাধীনতার ৫০তম বার্ষিকী আগামীকাল।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্বাধীনতার এই ৫০ বছরের অগ্রগতি, ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসসহ বিভিন্ন দিক তুলে ধরছেন।