স্বাধীনতা পুরস্কার : রইজ উদ্দিনের নাম তালিকা থেকে বাদ
‘স্বাধীনতা পুরস্কার ২০২০’-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম। আজ বৃহস্পতিবার তাঁর নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করেছে সরকার।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’-এর জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার।
যেখানে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ সাহিত্য বিভাগে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হন।
সংশোধিত তালিকা অনুযায়ী পুরস্কারপ্রাপ্ত বাকিরা হচ্ছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান; চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির; সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার এবং শিক্ষায় ভারতেশ্বরী হোমস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান করবেন।