স্বামী করলেন ‘ধর্ষণ’, স্ত্রী কেটে দিলেন চুল
সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী ভুক্তভোগী গৃহকর্মীকে উল্টো অপবাদ দিয়ে হাত বেঁধে বেধড়ক মারধর করে ও মাথার চুল কেটে দেয় বলেও অভিযোগ করা হয়েছে। গৃহকর্মীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে গৃহকর্মীর সঙ্গে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দেলোয়ার হোসেনকে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে দেলোয়ারের স্ত্রী লিপি বেগম।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুচ আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে ভুক্তভোগীকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গা খোঁজ করে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় বাড়িওয়ালা দেলোয়ার ও তাঁর স্ত্রী লিপি বেগমসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।’