স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের তিনজনকে আটক

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের জগন্নাথপুরে আটক স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য। ছবি : এনটিভি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৯।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাবের জ্যেষ্ঠ পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল।

আটককৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার মো. হানিফ আহমেদ (৩২), তাঁর স্ত্রী মোছা. পারভিন আক্তার (২৬) ও মো. ময়নুল হক

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল জানান, হানিফ, তাঁর স্ত্রী ও আরও কয়েকজন প্রতারক জেলায় বিভিন্নভাবে বিকাশের মাধ্যমে প্রতারণ করে আসছিলেন। কিছুদিন আগে জগন্নাথপুর থেকে কয়েকজন প্রতারক চক্রের ব্যাপারে অভিযোগ করলে আজ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল উপজেলার হবিবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সাহাদুলের বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি টেলিফোন, ১২টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের চেক বই, চার্জার, এটিএম কার্ডসহ এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

আটককৃতদের মামলা প্রস্তুত করে পুলিশে কাছে হস্তান্তর করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।