স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৭১ জনকে জরিমানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/26/sirajgang-news-1_0.jpg)
চলমান লকডাউনে বিনা কারণে বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় সিরাজগঞ্জে ৭১ জনকে মোট ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি, সদর, উল্লাপাড়া, কামারখন্দ, কাজীপুর ও চৌহালী উপজেলায় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলার প্রশাসনের করোনা সেলের দায়িত্বে সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/26/sirajgang-news-2.jpg)
মাসুদুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন মানাতে আজ সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে ৬৬টি মামলা করা হয়। এসব মামলার ৭১ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।