স্বাস্থ্য অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে ২৫ জনকে নিয়োগের নির্দেশ

Looks like you've blocked notifications!
হাইকোর্টের ফাইল ছবি।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে ২৫ জনকে নিয়োগ প্রদান করতে রায় দিয়েছেন হাইকোর্ট। 

২৫ জনের দায়ের করা রিটের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রায়ে আগামী ৯০ দিনের মধ্যে নিয়োগ প্রদানের করতে বলা হয়েছে।  

রিট পিটিশনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সুইপার, এমএলএসএস, মালী ও ওয়ার্ড বয় পদে ২৫ জন আবেদনকারী ২০১২ সালের ১৮ নভেম্বর  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

রায়ে বলা হয়, উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিলেকশন কমিটি পিটিশনারদের নিয়োগ দানের সুপারিশ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে গত বছরের ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন।