স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করোনায় আক্রান্ত
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে তাঁর শারীরিক অন্য কোনো জটিলতা নাই। এজন্য তিনি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।'
আফজালুর রহমান আরো বলেন, 'নির্মল রঞ্জন গুহ এ নিয়ে নেতাকর্মীদের উদ্বিগ্ন না হয়ে, তাঁর জন্য দোয়া চেয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।'
আফজালুর রহমান বলেন, 'আমরা আমাদের প্রিয় নেতার আশু রোগমুক্তি কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।'
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই নির্মল রঞ্জন গুহ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ত্রাণ বিতরণ, টেলি মেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধান কাটা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। সর্বশেষ ১৬ জুন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।