সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ!

Looks like you've blocked notifications!
পাবনার সাঁথিয়ায় সড়কের মাঝখানে সেই বৈদ্যুতিক খুঁটি। ছবি : এনটিভি

পাবনার সাঁথিয়া উপজেলায় সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ খুঁটি থাকায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।

সূত্র জানায়, উপজেলার এডিবির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অফিসের বাস্তবায়নে নন্দনপুর ইউনিয়নের কান্দাপাড়া সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই মেরামতের কাজ করছে ঠিকাদার। এতে ওই সড়কে দুর্ঘটনাসহ বিদ্যুতায়িত হয়ে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

এ বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। অন্যদিকে রাস্তা মেরামতের কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ অস্বীকার করে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর সাঁথিয়া অফিসের এজিএম মো. খায়রুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘খুঁটির বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী আবুল হাশেমকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে তিনি অন্য সাংবাদিকদের জানান, তিনি মূলত অন্য উপজেলার দায়িত্বে রয়েছেন। সাঁথিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাই এ উপজেলার প্রকল্পের বিষয় তিনি কোনো কথা বলতে আগ্রহী নন। 

নন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা এনটিভি অনলাইনকে বলেন, ‘পল্লীবিদ্যুৎ অফিসের এজিএমকে বার বার অভিযোগ দেওয়া হলেও তারা এটিকে ভ্রুক্ষেপ করেননি। আমি নিজে গিয়ে পল্লীবিদ্যুৎ অফিসে তদবির করেও কোনো প্রতিকার পাইনি। অভিযোগটি পল্লীবিদ্যুতের হেড অফিসে গিয়েই থেমে গেছে।’

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ বলেন, ‘রাস্তার মাঝখানে যদি বৈদ্যুতিক খুঁটি থাকে তবে বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের জিএম সাহেবের সঙ্গে কথা বলে সেটি অপসারণের ব্যবস্থা করব।’