সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর ফলে বাড়ছে দুর্ঘটনা

Looks like you've blocked notifications!
শেরপুরের সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে। ছবি : এনটিভি

শেরপুরের আঞ্চলিক সড়কগুলোসহ ঢাকা-শেরপুর মহাসড়কের বেশিরভাগ অংশে এখন কৃষকদের ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে। যার ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যানবাহন প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে সড়কে থাকা খড়ের কারণে।

শেরপুর ঢাকা-মহাসড়কের নকলা থেকে গৌড়দ্বার, লাভা, পাইস্কা, নালিতাবাড়ী বাইপাস সড়কের বিস্তীর্ণ জায়গায় ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে। ২০ কিলোমিটার এ সড়কটির আশেপাশের ১০ গ্রামের কৃষকরা তাদের ধান মাড়াই ও খড় শুকানোর জন্য ব্যবহার করছে। যার ফলে প্রশস্ত সড়কটি সরু রাস্তায় পরিণত হয়েছে।

এ অবস্থায় চলাচল করতে গিয়ে প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, পিকআপ ভ্যানসহ হালকা যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

এছাড়া ধান মাড়াই ও খড় শুকানোর ফলে খড়কুটো উড়ে পরিবেশ দূষিত হচ্ছে। রাস্তার চলাচলকারী যাত্রীরা পড়ছে ভোগান্তির মুখে।