সড়কে রত্নার মৃত্যু : সাইকেল লেনের দাবি
সড়ক দুর্ঘটনায় সাইক্লিস্ট রেশমা নাহার রত্না নিহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। একইসঙ্গে রাজধানীর সড়কে সাইকেলের জন্য পৃথক লেনের দাবিও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত সাইকেল শোভাযাত্রা করে পবা, গ্রিনফোর্স, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ঢাকা সাইক্লিং ও স্পোর্টস ক্লাব, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ফেডারেশন, অভিযাত্রী, ঢাকা ইউনিভার্সিটি সাইকেল ক্লাব, সাউথ ঢাকা সাইক্লিস্টস, ডাব্লিউবিবি ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন।
এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, সরকার বাইসাইকেল লেনের জন্য কিছু উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সড়ক পরিবহন আইন-২০১৮-এর পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নও চান বক্তারা।
সাইক্লিস্ট রেশমা নাহার রত্না গত ৭ আগস্ট সকালবেলায় চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় প্রাইভেটকারের চাপায় নিহত হন।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও পবার সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় শোভাযাত্রার শুরুতে বক্তব্য দেন গ্রিনফোর্সের প্রধান সমন্বয়ক মেসবাহ সুমন, নিহত রেশমা নাহার রত্নার মেজো ভাই মো. শাহ্ আলম, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব শারমিন নাহার লাকি, পর্বতারোহী ও অভিযাত্রী সংগঠক নিশাত মজুমদার, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ঢাকা সাইক্লিং ও স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান মনা, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ফেডারেশনের সাধারণ সম্পাদক অপার আহমেদ, ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান, সাইক্লিস্ট নওরিন ওশিন, ট্রাইএথলেট মো. সামসুজ্জামান আরাফাত, জাতীয় ক্রীড়াবিদ সুলতানা মৌসুমী প্রমুখ।