সড়ক পরিবহন করপোরেশন বিল সংসদে পাস

Looks like you've blocked notifications!

জাতীয় সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০।’ আজ মঙ্গলবার বিলটি সংসদে সর্বসম্মতভাবে  কণ্ঠভোটে পাস হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘রোড ট্রান্সপোর্ট করপোরেশন অর্ডিন্যান্স ১৯৬১’ রহিত করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন ২০২০ পাসের প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় সংসদে উপস্থিত ছিলেন।  

ওই সময় বিলটি পাসের যৌক্তিকতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান, সাশ্রয়ী মূল্যে পরিবহন সেবা প্রদান করে বিআরটিসি এরমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। দেশের ৪২৮টি রুট ও ৫টি আন্তর্জাতিক রুটে বিআরটিসি পরিচালিত হচ্ছে।’ মন্ত্রী জানান, বর্তমানে বিআরটিসিতে ১ হাজার ৮৩০টি বাস রয়েছে।

এদিকে বিলে বলা হয়েছে, ৫১ শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকবে। অবশিষ্ট ৪৯ শতাংশ শেয়ার জনগণের কাছে বিক্রির বিধান থাকছে।