হজ নিয়ে কটূক্তির অভিযোগে ভৈরবে ‘পীরের’ বিরুদ্ধে মামলা
পবিত্র হজ নিয়ে কটূক্তি করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে এক পীরের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষুব্ধ এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আগানগর ইউনিয়নের উমানাথপুর গ্রামের গুল-এ মদিনা দরবার শরিফের কথিত পীর আবুল বাশার আলকাদরীর বিরুদ্ধে মামলাটি করেন ভৈরব পৌর শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকার অধিবাসী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন। তিনি কিশোরগঞ্জ জজকোর্টের একজন আইনজীবী।
মামলার এজাহারে আমিনুল ইসলাম অভিযোগ করেন, কয়েকদিন আগে ওই পীর হবিগঞ্জের একটি ওয়াজ মাহফিলে পবিত্র হজসহ ইসলামী অনুশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন সব বিষয় উল্লেখ করে বক্তব্য দেন। সেই বক্তব্য সহীহ সুন্নাহ নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। প্রচারিত এই বক্তব্য তাঁকেসহ ধর্মপ্রাণ মুসলিমদের সংক্ষুব্ধ করে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন বলেন, ‘হজ নিয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আমেরিকায় কটূক্তি করলে এদেশে একাধিক মামলা হয় এবং তাঁর জেল হয়েছিল। আবুল বাশারের বিরুদ্ধেও এমনটি হওয়া উচিত। দেশের প্রচলিত আইন অনুযায়ী আমি তাঁর বিচারের দাবি জানাচ্ছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, ‘আমিনুল ইসলামের অভিযোগটি হাতে পেয়েই পুলিশ সুপারকে জানিয়েছি। তাঁর পরামর্শে তদন্তের কাজ চলবে। অভিযোগটি প্রমাণিত হলে এজাহার হিসেবে রেকর্ড করার পর ওই পীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’