হঠাৎ বুকে ব্যথা, চলে গেলেন এআইজি সাঈদ তারিকুল
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদ তারিকুল হাসানের বয়স হয়েছিল ৪৫ বছর। বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন ২০তম বিসিএস ক্যাডারের (পুলিশ) এই কর্মকর্তা। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাঈদ তারিকুল হাসান মা, স্ত্রী, দুই মেয়ে, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার মুদিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আমিনুল ইসলাম ও মা মোর্শেদা খাতুন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মজীবনে সাঈদ তারিকুল হাসান রাঙামাটি জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং, ইউএন অ্যাফেয়ার্স, কমিউনিটি পুলিশিং এবং সর্বশেষ অপারেশন্স উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হন। এ ছাড়া চারবার আইজিপি ব্যাজও পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরে সাঈদ তারিকুল হাসানের মৃত্যুর সংবাদ পৌঁছালে পুলিশ কর্মকর্তা, তাঁর সহকর্মীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার বেলা ১১টার সময় রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।
এ ছাড়া ড. বেনজীর আহমেদ এক শোকবাণীতে বলেন, ‘সাঈদ তারিকুল হাসান একজন দক্ষ, প্রতিভাবান ও সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন যোগ্য ও আদর্শ কর্মকর্তাকে হারাল।’
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আইজিপি।