হত্যারহস্য : ‘কিশোরী ধর্ষণের প্রতিবাদ করায় দোকানিকে খুন’

Looks like you've blocked notifications!
কুমিল্লার চান্দিনা উপজেলায় মহাসড়কে দোকানি নাছিরের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের মামলায় আটক দুজন। ছবি : এনটিভি

কুমিল্লার চান্দিনা উপজেলায় মহাসড়কে এক দোকানির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের ঘটনার ১০ দিন পর হত্যারহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় চা দোকানি নাছিরকে হত্যা করেন আসামি মোয়াজ্জেম হোসেন এবং অটারিকশাচালক সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার সৈয়দ মো. নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বুধবার দুপুর ২টায় চান্দিনা এলাকা থেকে মোয়াজ্জেম  নামে একজনকে আটক করে পুলিশ। আটকের পর তিনি এবং অটোচালক সানাউল্লাহ মিলে দোকানি নাছিরকে হত্যা করেছেন বলে স্বীকার করেন। হত্যার পর যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে সেজন্য তারা এলাকা ছাড়েননি। ওইদিন রাত ৮টার দিকে চান্দিনার নাওতলা এলাকা থেকে ঘটনার মূল হোতা অটারিকশাচালক সানাউল্লাহকে আটক করা হয়।

গত ১৩ জানুয়ারি সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দোকানদার নাছির উদ্দিনের ছিন্ন-বিছিন্ন লাশের অংশ উদ্ধার করে পুলিশ।

ওই রাতেই নিহত নাছিরের বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল আহসানসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।