হত্যার পর পেট্রল ঢেলে আগুন, বাবা-মেয়ে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রংমিস্ত্রি সেলিম প্রামাণিককে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবদুর রহমান ও তাঁর মেয়ে রূপালী বেগম। ছবি : এনটিভি

বগুড়ায় হত্যাকাণ্ডের তিন দিন পর গলাকাটা ও আগুনে পোড়া এক লাশের পরিচয় ও রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সঙ্গে এতে জড়িত বাবা-মেয়েকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি দুপচাঁচিয়া উপজেলার বড়কোল গ্রামের মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় দুপচাঁচিয়া থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক দুটি টিম মাঠে নামে।

শনিবার বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ‍ভূইয়া তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, পরকীয়ার জের ধরে বাবা ও মেয়ের পরিকল্পনায় রংমিস্ত্রি সেলিম প্রামাণিককে (৩২) গলাকেটে হত্যার পর আগুনে পোড়ানো হয়।

সেলিম দুপচাঁচিয়ার খিদিরপাড়া গ্রামের কফির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের আবদুর রহমান (৫০) ও তাঁর মেয়ে সৌদি আরব প্রবাসী ইকরামুল হকের স্ত্রী রূপালী বেগমকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ সুপার আলী আশরাফ ‍ভূইয়া বলেন, প্রতিবেশী সেলিম ও রূপালীর মধ্যে আগে প্রেম ছিল। পরে দুজনেরই অন্যত্র বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রূপালীর স্বামী সৌদি আরব যান। এরপর সেলিম ও রূপালীর মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সেলিম গোপনে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে রূপালীকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু রূপালী রাজি না হওয়ায় ভিডিওটি তাঁর স্বামীর কাছে পাঠিয়ে দেন সেলিম। সেই সঙ্গে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে, রূপালী তাঁর বাবাকে বিষয়টি জানান এবং ৪ ফেব্রুয়ারি রাতে সেলিমকে ফোন করে বিয়ে করার জন্য ডেকে আনেন। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে তিন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মাঠের মধ্যে নিয়ে গলা কেটে হত্যা ও গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

৫ ফেব্রুয়ারি সকালে স্থানীয় লোকজন মাঠের মধ্যে পোড়া মৃতদেহ দেখে পুলিশকে জানান।

এ ঘটনায় সেলিমের বাবা কফির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা  করেন।

হত্যায় সরাসরি জড়িত তিন ভাড়াটিয়া সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার আলী আশরাফ ‍ভূইয়া।