হবিগঞ্জের হাওরাঞ্চলে এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের হাওরাঞ্চলে এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। ছবি : এনটিভি

হবিগঞ্জের হাওরাঞ্চলে এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি। বিশেষ করে জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার হাওর এলাকায় বেশির ভাগ বাড়িঘরে এখনও রয়েছে বন্যার পানি।

অবর্ণনীয় কষ্টে কাটছে বানবাসি মানুষের জীবন। কেউ ত্রাণ নিয়ে গেলেই দুর্গত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ত্রাণের জন্য।

হবিগঞ্জের হাওরের বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। এনএসআই-এর পক্ষ থেকে গতকাল রোববার দিনভর বানিয়াচং ও আজমিরীগঞ্জের বন্যা আশ্রয়কেন্দ্রগুলোসহ দুর্গত বাড়ি বাড়ি গিয়ে ৫২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে এক হাজার ৭০০ টাকা মূল্যের ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন এনএসআই’র কর্মকর্তারা।